নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ:
খাগড়া ভৈরবতলা পূজো কমিটির এবারে ৬০ তম বর্ষ। ওয়ান্ডার ওয়ার্ক্সের আদলে প্যান্ডেল তৈরী হচ্ছে। প্রতিমায় থাকছে বনকপাশির সাজ। প্রতিবারই এক অভিনব ভাবনা থাকে এই পূজো কমিটির। এবারেও থাকছে চমক। ওয়ান্ডার ওয়ার্ক্সের বিল্ডিং অনেকেই দেখেছেন সেরকম আদলেই সব কিছু উল্টো পরিবেশিত হবে। ছাদ থাকবে নিচের দিকে আর ঘরের তল থাকবে উপরের দিকে। ঝাড় থাকবে মাটিতে লাগানো। প্যান্ডেলে ঢুকে যেদিকে প্রতিমা আছে ভেবে সকলে তাকাবেন সেটিও থাকবে উল্টো দিকে। একপ্রকার ভালোই চমক থাকছে এবারের পূজোর থিমে। পাশাপাশি লক্ষনীয় বিষয় হচ্ছে প্রতিমা শিল্পী একজন সরকারী কর্মী। নাম আক্ষয় কুমার মিস্ত্রি দমকল বিভাগে কর্মরত ১৬ বছর ধরে। সারা বছর ছুটি বাঁচিয়ে পূজোর আগে ছুটি নেন ঠাকুর বানানোর জন্য। ওনার বাবা ছিলেন প্রতিমা শিল্পী। তাই ছোটো থেকেই আকর্ষণ রয়েছে শিল্পী সত্ত্বায়। প্রতিবারই বিভিন্ন জায়গায় ছোট বড় নানান প্রতিমা বানান তিনি। এবারে ভৈরবতলা পূজো কমিটিতে তিনি প্রতিমা তৈরীর দায়িত্ব নেন। সারা বছরের বাঁচানো ছুটি একবারেই সদ্ব্যবহার করেন। দমকল বিভাগে কর্মরত তাই পূজোর সময় কোনো রকম সমস্যা না হলেও তৎপর থাকতে হয় ওনাদের। পরিক্ষন করতে হয় সমস্ত প্যান্ডেল বা মন্ডপে অগ্নিনির্বাপক যন্ত্র সঠিক আছে কিনা। এমন একজন প্রতিমা শিল্পীকে পেয়ে খুশী প্রকাশ করলেন কমিটির সদস্যরা।