নিজস্ব সংবাদদাতা : পুজো প্রস্তুতি অনেকটাই এগিয়েছে। ইতিমধ্যে মণ্ডপের কাজ প্রায় ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। বাকি কাজ মহালয়ার মধ্যেই সেরে ফেলার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের। তৃতীয়ার দিন হবে উদ্বোধন। মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে উদ্বোধন হওয়ার কথা রয়েছে। উপস্থিত থাকতে পারেন। সাবেক কলকাতার প্রখ্যাত দু-একজন সঙ্গীত শিল্পী। ৬৮ তম বর্ষে পদার্পণ করেছে প্রগতি সংঘ।