নিজস্ব সংবাদদাতা : শরৎকাল মানে নীল আকাশে সাদা মেঘের ভেলা। কিন্তু সেই নীল আকাশ ঢাকা কালো মেঘে। সৌজন্যে নিম্নচাপ। দুর্গা পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মণ্ডপগুলিতে। সেই কাজে ব্যাঘাত ঘটাচ্ছে বৃষ্টি।
এ বিষয়ে দমদম পার্ক সার্বজনীন দুর্গা পুজো কমিটির এক সদস্য মলয় দে জানান, মণ্ডপ সজ্জায় যে কাঁচামাল ব্যবহৃত হচ্ছে, বৃষ্টিতে তা নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কাজ বাড়ছে মণ্ডপ শিল্পীদের। নতুন করে সেই কাজ সম্পূর্ণ করতে হচ্ছে। তবে, পুজো উদ্বোধনের আগে বৃষ্টি থেমে যাবে বলেই আশাবাদী পুজো উদ্যোক্তারা।