অসময়ে বৃষ্টি, ঘেরা মণ্ডপে স্বস্তি পুজো উদ্যোক্তাদের

author-image
Harmeet
New Update
অসময়ে বৃষ্টি, ঘেরা মণ্ডপে স্বস্তি পুজো উদ্যোক্তাদের

নিজস্ব সংবাদদাতা : বর্ষায় এবছর বৃষ্টি হলেও তা পর্যাপ্ত নয়। এদিকে পুজোর মুখে নিম্নচাপে ভর করে যখন তখন নামছে বৃষ্টি। পুজোর দিনগুলিত বৃষ্টির সম্ভাবনা প্রবল। তাহলে কি এবছর প্যান্ডেল হপিং হবে ছাতা মাথায় দিয়ে নাকি ভিজে ভিজে দেখতে হবে ঠাকুর? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন বাঙালিদের মনে।পুজোর আগে মণ্ডপগুলিতে যখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, সেই সময় কাজে বাধার সৃষ্টি করছে বৃষ্টি। এভাবে চলতে থাকলে মাটি হবে পুজোর আনন্দ। যদিও সেদিক থেকে রক্ষা কেষ্টপুর প্রফুল্ল কাননের। পুজো উদ্যোক্তাদের একজন রঞ্জিত চক্রবর্তী জানান, তাদের মণ্ডপটি ঘেরা। খোলা মণ্ডপ করা হয়নি এবছর। তাই এবছর বৃষ্টি হলেও দর্শণার্থীদের কোনো অসুবিধে হবে না প্রতিমা দর্শন করতে।