নিজস্ব সংবাদদাতা: বাগুইআটি জোড়া খুনের তদন্তে সিআইডির নজরে বাসন্তী হাইওয়ে ও সংলগ্ন এলাকা।পুলিশ সূত্রের খবর, বাসন্তী হাইওয়ের ওপরেই জোড়া খুন। এরপর হাইওয়ের ধারে ন্যাজাট এলাকা থেকে উদ্ধার হয় অতনু দে-র মৃতদেহ। অভিষেকের দেহ ফেলা হয় কেষ্টপুর ও নিউটাউনের সংযোগস্থলে হাড়োয়ার একটি গ্রামের ভিতরে ইটভাটার পুকুরে। অভিষেকের দেহ উদ্ধারের ১৪ দিন পর এলাকা ঘিরল হাড়োয়া থানার পুলিশ। অন্যদিকে, বাসন্তী হাইওয়ে ধরে কোন সময়, কোন পথে গিয়েছিল আততায়ীদের গাড়ি তার হদিশ পেতে গতকাল রাতে ভাঙড় থানায় যায় সিআইডি-র ৪ সদস্যের দল। কন্ট্রোল রুমে গিয়ে খতিয়ে দেখা হয় সিসি ক্যামেরার ফুটেজ।