নিজস্ব সংবাদদাতা: দেবলীনা কুমার চট্টোপাধ্যায় বর্তমানে টলিউডের এক পরিচিত মুখ। তার নাচের প্রতিভায় মুগ্ধ শহরবাসী। নৃত্যশিল্পী হওয়ার পাশাপাশি তিনি বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব দেবাশিষ কুমারের কন্যা ও মহানায়ক উত্তম কুমারের নাতবৌ। অভিনেত্রীর বাড়ির পাশেই কলকাতার বিখ্যাত দুর্গা পুজো ত্রিধারা সম্মেলনীর পুজো। এই পুজো প্রায় তার বাড়ির পুজোর মতোই পালন করেন অভিনেত্রী। পুজোর প্লান কি জিজ্ঞেস করায় অভিনেত্রী বলেন, উত্তমকুমারের পরিবারের বৌ আমি। শ্বশুরবাড়িতে লক্ষ্মীপুজো খুব বড় করে হয়। বৌমা হিসেবে তখন অনেক দায়িত্ব! আর দুর্গা পুজোয় সকলের জন্য কিছু না কিছু কেনাকাটা করি। বিয়ের আগে বন্ধুদের সঙ্গে বেশি সময় মণ্ডপে থাকতে পারতাম না। গৌরবের সঙ্গে প্রেম করার সময়ে বিয়ের ঠিক আগে সেই ছাড়পত্র পেলাম। এখন তো খুব একটা রাত জেগে মণ্ডপে থাকা হয় না। তবু বাড়ি ফিরে মাকে ফোন করে জানানোর অভ্যেসটা একই আছে। গত বছর থেকে মা দুর্গাকে বরণ, সিঁদুর খেলার শুরু। এই অনুভূতিগুলো কিন্তু বেশ অন্য রকম।