New Update
নিজস্ব সংবাদদাতা : বর্তমান ও বিগত প্রজন্মের কাছে স্বর্ণযুগের হারিয়ে যাওয়া গানগুলিকে স্মরণীয় করে রাখতে এবছর পুজোয় স্বর্ণযুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে কুঁদঘাট প্রগতি সংঘ।
'স্বর্ণযুগ' থিম সম্পর্কে বলতে গিয়ে থিম আর্টিস্ট বিভাস মুখোপাধ্যায় জানান, '৭০ দশক থেকে আমরা যদি খেয়াল করি, তাহলে এই সময় পুজো সংখ্যাকে কেন্দ্র করে প্রচুর পুজোর গান প্রকাশ পেত, যে গানগুলো ক্রমে কালের প্রবাহে হারিয়ে গিয়েছে। এই সময় কিংবদন্তী শিল্পীদের গান রেকর্ড হতো। এই স্বর্ণযুগের ১০৫জন শিল্পীকে বছে নিয়েছি আমরা। নষ্ট হয়ে যাওয়া লং প্লে রেকর্ডের ওপরে ওই স্বর্ণযুগের শিলেপীদের ছবিগুলিকে বিভিন্ন পদ্ধতিতে প্রিন্ট আউট করেছি। কিছু রেকর্ডকে আমরা কাটিং করেছি। আমরা এর মাধ্যমে বার্তা দিতে চাইছি, আমাদের এই স্বর্ণযুগের গান তো আর সেভাবে শোনা যায় না, বর্তমান আগামী প্রজন্মের কাছে অজানা যে কোন শিল্পী কোন গান গেয়েছিলেন বা কোন শিল্পী কেমন দেখতে ছিলেন। বিভিন্ন তথ্য আমরা সংগ্রহ করেছি। যেমন কিংবদন্তী নায়িকা সুচিত্রা সেনকে আমরা অভিনয় করতে দেখেছি। কিন্তু তিনি যে পুজো সংখ্যার জন্য তিনটি গান গেয়েছিলেন, সেটা গ্রাম্যাফোন রেকর্ডে বেরিয়েছিল তা ততোটা প্রচার পায়নি সে যুগে। সুচিত্রা সেনের গানকে যেমন নিয়ে আসছি, তার ছবিটাও তুলে ধরছি রেকর্ডারে।এছাড়াও হেমন্ত মুখোপাধ্যায়ের ভাইয়েরও পুজো সংখ্যার গান রয়েছে বেশ কয়েকটি। পুজো সংখ্যার সমস্ত গানকে কোলাজ করে আমরা এখানে তুলে ধরছি মণ্ডপজুড়ে। পুজো সংখ্যার গান থেকে যে কোলাজ তৈরি করা হয়েছে তা দিয়েই থিম সং তৈরি করেছেন রাজা সেনগুপ্ত।''
pujosong
pujosinkha
hemantamukherjee
gramaphone
suchitrasen
magazine
recorder
swarnajug
kudghatpragatisangha
information
theme
oldsong
record
artist
durgapuja2022