মাছের মাথায় এক পায়ে গণপতি

author-image
Harmeet
New Update
মাছের মাথায় এক পায়ে গণপতি

নিজস্ব সংবাদদাতা : চলছে গণেশ চতুর্থীর উদযাপন। মহারাষ্ট্রে ধূমধামের সহিত পালিত হয় উৎসবটি। মুম্বইয়ের পুজোগুলির মধ্যে অন্যতম হল লালবাগের রাজা। এবছর এই পুজোর ৮৯তম বর্ষ। এখানে গণেশকে লাগলাবাগের রাজা হিসেবে তুলে ধরা হয়। এবছর মণ্ডপ ও মূর্তিতে রয়েছে অভিনবত্ব। মণ্ডপে দুটি গণেশের মূর্তি পূজিত হচ্ছে। একটি গণেশের বসা মূর্তি, অন্যটি মাছের ওপর চার হাত মেলে এক পায়ে দাঁড়ানো মূর্তি।


 গোটা মণ্ডপে নীলাভ আভা। গণপতির সামনে আবার ব্যবস্থা করা হয়েছে একটুকরো জলাশয়ের। যেখানে রঙিন মাছ থেকে রয়েছে কচ্ছপও। অভিনব এই পুজো দেখতে ভিড় জমাচ্ছেন ভক্তরা। এমনকি গণপতি দর্শনে এলেন শিবসেনা নেতা আদিত্য ঠাকরেও।কী বললেন তিনি রইলো ভিডিও।