নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : আট -দশটা গ্রামের মাঝে একমাত্র পুজো। শরতের সোনা রোদ গায়ে মেখে গ্রামের সেই পুজো দেখার আনন্দই আলাদা। সে রকমই একটি দুর্গাপুজোর খুঁটি পুজো সম্পন্ন হল ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের পাকুড়িয়ায় পাকুড়িয়া সার্বজনীন দুর্গোৎসবের। পাকুড়িয়া গ্রামসভার সদস্যদের উদ্যোগে এই পুজোর আয়োজন করা হয় প্রতি বছর।
এবছর পুজোটি ১৪ বছরে পদার্পণ করল। এক গ্রামবাসী বামাপদ পাহাড়ি এবং পুজো কমিটির সম্পাদক শান্তনু নায়েক জানান, 'আমাদের গ্রামীণ এলাকার পুজো ছেড়ে শহর বাজারে পুজো দেখতে যেতে পারি না। গ্রামবাসীরা সবাই মিলে পুজোর কয়েকটা দিন আনন্দ করতেই এই পুজোর আয়োজন। পারস্পরিক আনন্দ বিনিময়, পারস্পরিক সম্পর্কের বন্ধন এভাবেই ১৪ বছর ধরে চলে আসছে। প্রশাসনিক সাহায্য আর গ্রামবাসীদের সাহায্য নিয়ে সবাই আনন্দ উৎসবে মেতে ওঠে। থিম নয়। সাবেকি ঘরানার প্রতিমার পুজোর সঙ্গে হয় কুমারী পুজোও।' দেড় লক্ষ টাকা বাজেটের এই পুজোর উদ্যোক্তাদের বক্তব্য উপযুক্ত সাহায্য সহায়তা পেলে সম্ভব হবে থিমের পুজো।