নিজস্ব সংবাদদাতা : গণেশ চতুর্থীর আগে অনুষ্ঠিত হল পরিবেশ বান্ধব গণেশের প্রদর্শনী। গুজরাটের রাজকোটে এই প্রদর্শনী আয়োজিত হয়। পরিবেশ দূষণকে গুরুত্ব দিয়ে ক্ষতিকারক রং বা রাসায়নিকের বদলে মাটির তৈরি গণেশের গ্রহণযোগ্যতা বাড়াতে ও সমাজ সচেতনায় এই উদ্যোগ নেওয়া হচ্ছে অনেক জায়গাতেই।
প্রদর্শনীর আয়োজক ডঃ নূতন গোকানি বলেছেন, "ধারণা ছিল যে আপনি যখন গনেশ মূর্তি স্থাপন করবেন, তখন তা পিওপি বা ক্ষতিকারক উপাদান দিয়ে নয় বরং মাটির তৈরি হওয়া উচিত যা জলে দ্রবীভূত হয়।"