করোনা বাধা পেরিয়ে সানাইয়ের সুর ফিরতে চলেছে পুজো মণ্ডপে

author-image
Harmeet
New Update
করোনা বাধা পেরিয়ে সানাইয়ের সুর ফিরতে চলেছে পুজো মণ্ডপে

হরি ঘোষ, দুর্গাপুর : দুর্গাপুরের হোস্টেল অ্যাথলেটিক ক্লাবের দুর্গাপুজো এবার ৫০ বছরে পদার্পণ করলো। চিরাচরিত প্রথা অনুযায়ী সাবেকী মণ্ডপ ও সাবেকী প্রতিমা। একসময় এই পুজোয় চারদিন ধরে বাজতো সনাই, মাঝে করোনার সে সবই বন্ধ ছিল। এ বছর আবার সেই পুরোনো প্রথাকে স্মরণীয় করে রাখতে বসানো হবে সানাই বাদক। বৃহস্পতিবার হল খুঁটিপুজো। আগের তুলনায় বাজেট কম হলেও জৌলুস চোখে পড়ার মতো।