হরি ঘোষ, দুর্গাপুর : সময়টা ছিল ২০২১, দিনটা ছিল রাখি পড়ানোর দিনi নিজের দেওরকে লিভার ডোনেট করতে গিয়েছিলেন দুর্গাপুরের স্টিল টাউনশিপের হোস্টেল এভেনিউয়ের বাসিন্দা অবন্তিকা শ্যাম রায় চৌধুরী। দেওরকে লিভার ডোনেট করতে গিয়ে চিকিৎসকরা জানান, তিনি সিরোসিস অফ লিভার রোগে আক্রান্ত,মারণ ব্যাধির চোখ রাঙানির সামনে অবন্তিকা ভয় পায়নি। হেরে যায়নি নতুন এক লড়াইয়ের কাছে। জীবন যুদ্ধের নতুন অধ্যায়ের সূচনা হয় অবন্তিকার, শুরু হয় পথ চলা। মেয়েবেলা থেকেই অবন্তিকার টান ছিল অবলা প্রাণীর প্রতি, আর সেই টানেই আজ অবন্তিকা জীবন যুদ্ধের নতুন অধ্যায়য়ের সূচনা করেন। সম্প্রীতির উৎসব রাখি বন্ধন, আর এই দিনে যখন বোন দিদি ভাইকে রাখি পড়িয়ে তার মঙ্গল কামনা করে, তখন মারণ ব্যাধিতে আক্রান্ত দুর্গাপুরের অবন্তিকা শ্যাম রায় চৌধুরী রাস্তার সারমেয়দের রাখি পড়ালেন, খাবার খাওয়ালেন সারমেয়দের, আর এটাই আজ অবন্তিকার কাছে বড় প্রাপ্তি।
শুধু বিশেষ এই দিনে নয়, বছরের প্রতিটি দিনেই অবন্তিকা দুর্গাপুরের বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে বেড়ান সারমেয়দের খেয়াল রাখতে, তাদের যত্ন আর্তি করতে, আর দুপুর রাতের পাশাপাশি সকালেও সারমেয়দের জন্য রকমারী স্বাদের খাবারের বন্দোবস্ত করেন দুর্গাপুরের অবন্তিকা শ্যাম রায় চৌধুরী। আজ রাস্তার সারমেয়রা অবন্তিকার প্রাণ, চিকিৎসা করানো থেকে শুরু করে কেউ যদি এই সারমেয়দের মারধর করে তাহলে অবন্তিকা থানা পর্যন্ত পৌঁছে যেতেও দ্বিধা বোধ করেন না।