হরি ঘোষ, দুর্গাপুর : দুর্গাপুরের ফুলঝোর সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটিপুজোর অনুষ্ঠান অনুষ্ঠিত হল সোমবার সকালে । এ বছর তাদের পুজো ৩১ তম বর্ষে পদার্পণ করল । যদিও পুজোর থিম সম্বন্ধে এই মুহূর্তে বলতে নারাজ পুজো উদ্যোক্তারা । তাঁরা জানান, প্রত্যেক বছর যেভাবে অভিনবত্ব থিমের ভিড়ে ফুলঝোড় সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো নজর কাড়ে , এ বছরও তেমনই চমক থাকবে তাদের পুজো মণ্ডপে।
বিগত দু বছর করোনো অতিমারির কারণে মানুষ যেভাবে গৃহবন্দি ছিল ,পাশাপাশি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যেভাবে যুদ্ধ হয়, প্রচুর মানুষের প্রাণ যায়, সে কথা মাথায় রেখে বিশ্বে শান্তির বার্তাকেই মূল লক্ষ্য করে তাদের পুজো মণ্ডপ সেজে উঠবে। এমনটাই ইঙ্গিত দিয়েছেন উদ্যোক্তারা । এদিন উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ তথা পুজো উদ্যোক্তা দীপঙ্কর লাহা।