তৃণমূল ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবসে কী পরিকল্পনা মমতার?

author-image
Harmeet
New Update
তৃণমূল ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবসে কী পরিকল্পনা মমতার?

নিজস্ব সংবাদদাতা : করোনা বাধা পেরিয়ে বছর দুই পর আবার ধর্মতলায় অনুষ্ঠিত হল তৃণমূলের শহীদ দিবসের অনুষ্ঠান। এরপর আগামী ২৮ আগস্ট হল তৃণমূল ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবস। সেদিন রবিবার। তাই সোমবার গান্ধীমূর্তির পাদদেশে হবে উদযাপন। এমনটাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'তার কথায়, ২৮ অগাস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবস। সেদিন রবিবার। সোমবার গাঁধী মূর্তির পাদদেশে হবে।৯ অগাস্ট আদিবাসী দিবসে কর্মসূচি। সেদিন মহরম আছে, সকালে কর্মসূচি সেরে ফেলতে হবে। কোনও অশান্তি যাতে না হয়। স্বাধীনতার ৭৫ বছর। ১৪ অগাস্ট এলাকায় দেশাত্মবোধক প্রোগ্রাম করুন। ঘরে ঘরে তেরঙ্গা লাগিয়ে শ্রদ্ধা জানান।'


সামনেই পুজো। তার আগে ২১ আগস্ট পুলিশের সঙ্গে পুজো নিয়ে বৈঠক করবেন বলে জানালেন মমতা। বলেন, 'আমাদের দুর্গাপুজোকে হেরিটেজ ঘোষণা করেছে। পয়লা সেপ্টেম্বর বেলা দু’টো থেকে পদযাত্রা হবে। পুজোর আগে অবধি প্রোগ্রাম দিলাম। এরপরের প্রোগ্রাম দল তৈরি করবে। মানুষের সঙ্গে কাজ করবেন। আমি দেখতে চাই, কর্মীরা সাইকেলে ঘুরবে। বিধায়করা পায়ে হেঁটে ঘুরবে। সাংসদরা রিকশা করে ঘুরবেন। চায়ের দোকানে বসে আড্ডা মারবেন।'