দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : ডেবরা ব্লকের ৩ নম্বর সত্যপুর অঞ্চলের মাড়তলা এলাকার দত্ত বাড়ির পারিবারিক রথ সার্বজনীন রূপ পেয়েছে। এই রথযাত্রা এবছর পঞ্চাশ বছরে পা দিল। যদিও তা আগামী বছর সেলিব্রেট করা হবে। এই রথযাত্রাকে নিয়ে উন্মাদনা থাকে দত্ত পরিবার থেকে এলাকার মানুষজনের। তারই প্রস্তুতি চলছে জোর কদমে। রথযাত্রার আর মাত্র দুদিন। মাঝে কোভিডের জন্য বন্ধ ছিল এই উৎসব। এ বছর আবার পুরানো ছন্দে ফিরবে রথযাত্রা। দত্ত পরিবারের প্রয়াত অজিত দত্ত ও গৌরহরি দত্তের হাত ধরে রথযাত্রা শুরু হয়েছিল, পঞ্চাশ বছর আগে। এই গ্রামে সারা বছরই বিভিন্ন ধরনের পুজো পার্বণ হয়ে থাকে। কিন্তু রথযাত্রা উৎসবের জন্য রথ টানাতে গ্রামের মানুষজন অপেক্ষায় থাকে সারা বছর।
মাড়তলার দত্ত বাড়ি থেকে রথ বের হয়, প্রায় এক কিলোমিটার দূরে গোঁপকাঁথিতে রথযাত্রা শেষ হয়। এই রথের দড়ি টানার জন্য গোটা গ্রামের মানুষজন জড়ো হয়। পাঁচিশ ফুট উঁচু এই রথে জগন্নাথ দেবের বিগ্রহ থাকে না। রথে থাকে রাধাগোবিন্দের মূর্তি। এই রথযাত্রাকে কেন্দ্র করে গোটা গ্রামের আবেগ ও ভালোবাসা ছড়িয়ে গিয়েছে। কোভিড পরিস্থিতিতে গত দুই বছর রথ টানা হয়নি। এই বছর ডেবরা প্রশাসনের তরফে রথ টানার অনুমতিও মিলেছে। আর এই রথে সামিল হতে পেরে এলাকার মানুষজনও আপ্লুত।