দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : ঘাটালের আড়গোড়া প্রামাণিক পরিবারে এখন চরম ব্যস্ততা। কয়েকদিন বাদেই রথযাত্রা। তাই রথ তৈরিতে চরম ব্যস্ততা প্রামাণিক পরিবারের। ছেলে মেয়ে থেকে পরিবারের মহিলারাও এখন রথ তৈরিতে ব্যস্ত । জানা যায়, এই পরিবারে রোজগারের মূল জীবিকা কাঠের রথ তৈরি করা। তাই এখন চরম তৎপরতা রথ তৈরিতে।
দীর্ঘ লকডাউনে দু'বছর বন্ধ ছিল রথযাত্রা। তাই বিক্রি হয়নি রথ। আর্থিক সংকটে পড়েন এই পরিবারের সদস্যরা। আর সেই করোনা বাধা কাটিয়ে এই বৎসর রথযাত্রা হবে অন্যান্য বছরের মতো। পরিবার সূত্রে খবর, ৯৪ টি কাঠের রথ তৈরি করা হয়েছে। তাদের এই রথ জেলা সহ পার্শ্ববর্তী জেলাতে পাড়ি দেবে।