অনুব্রতর দেহরক্ষী সায়গলকে আসানসোল নিয়ে যাচ্ছে সিবিআই

author-image
Harmeet
New Update
অনুব্রতর দেহরক্ষী সায়গলকে আসানসোল নিয়ে যাচ্ছে সিবিআই

নিজস্ব সংবাদদাতাঃ অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে নিয়ে যাওয়া হচ্ছে আসানসোল সিবিআই আদালতে। নিজাম প্যালেস থেকে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে আসানসোলে। সূত্রের খবর, তাঁকে ফের হেফাজতে নিতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সিবিআই সূত্রে খবর, সায়গলের বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ মিলেছে। উদ্ধার হয়েছে বেশ কিছু নথিপত্র। তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। কিন্তু বেনামে সায়গলের আরও সম্পত্তি রয়েছে বলে অনুমান গোয়েন্দাদের। সেই সম্পর্কে বিশদ তথ্য পেতে আরও কিছুদিন তাঁকে হেফাজতে রাখার প্রয়োজনীয়তা অনুভব করছেন গোয়েন্দারা। সেই মর্মে আবেদন জানানো হবে আসানসোল সিবিআই আদালতে।


গরুপাচার কাণ্ডের মূল অভিযুক্ত এনামুল হকের সঙ্গে সায়গলের যোগাযোগ ছিল বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। ফোনে যে দু'জনের যোগাযোগ ছিল, সায়গলের কললিস্ট দেখে তা জানতে পেরেছে সিবিআই। সেই সংক্রান্ত এখনও বেশ কিছু প্রশ্নের উত্তর অধরা রয়েছে। তা নিয়েও সায়গলকে জেরা চালিয়ে যেতে চান গোয়েন্দারা।