ভ্রমণ, সম্পর্ক ও সরকারি সুযোগ—কর্কট রাশির জাতকদের আজকের দিন কেমন কাটবে?
আজ কারা হবেন ভাগ্যবান? দেখে নিন সিংহ থেকে বৃশ্চিক রাশির রাশিফল
রাশির পালা বদলাচ্ছে আজ, মকর-কুম্ভ-মীনের জন্য সময় কেমন?
চীনকে পাশ কাটিয়ে রফতানি, চার দেশের সোলার প্যানেলে কড়া শুল্ক বসাল আমেরিকা
ইউক্রেন ইস্যুতে নতুন মোড়? আলোচনায় আগ্রহী পুতিন, সক্রিয় স্টারমার ও জেলেনস্কি
রাশিয়ার শক্তিশালী পদক্ষেপ: ব্ল্যাক সি-তে ৬টি মিসাইল ক্যারিয়ার ও ৪৬টি কালিব্র মিসাইল
পোপের শেষকৃত্য অনুষ্ঠানে রোমে যাচ্ছেন ট্রাম্প ও মেলানিয়া
বাণিজ্য উত্তেজনার মাঝে চীনের উদ্দেশ্যে ছাড়া বোয়িংয়ের বিমান মাঝপথেই ফিরল আমেরিকায়
BREAKING : পোপ ফ্রান্সিসের প্রয়াণে ভারতজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক

অনুব্রতর দেহরক্ষী সায়গলকে আসানসোল নিয়ে যাচ্ছে সিবিআই

author-image
Harmeet
New Update
অনুব্রতর দেহরক্ষী সায়গলকে আসানসোল নিয়ে যাচ্ছে সিবিআই

নিজস্ব সংবাদদাতাঃ অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে নিয়ে যাওয়া হচ্ছে আসানসোল সিবিআই আদালতে। নিজাম প্যালেস থেকে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে আসানসোলে। সূত্রের খবর, তাঁকে ফের হেফাজতে নিতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সিবিআই সূত্রে খবর, সায়গলের বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ মিলেছে। উদ্ধার হয়েছে বেশ কিছু নথিপত্র। তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। কিন্তু বেনামে সায়গলের আরও সম্পত্তি রয়েছে বলে অনুমান গোয়েন্দাদের। সেই সম্পর্কে বিশদ তথ্য পেতে আরও কিছুদিন তাঁকে হেফাজতে রাখার প্রয়োজনীয়তা অনুভব করছেন গোয়েন্দারা। সেই মর্মে আবেদন জানানো হবে আসানসোল সিবিআই আদালতে।


গরুপাচার কাণ্ডের মূল অভিযুক্ত এনামুল হকের সঙ্গে সায়গলের যোগাযোগ ছিল বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। ফোনে যে দু'জনের যোগাযোগ ছিল, সায়গলের কললিস্ট দেখে তা জানতে পেরেছে সিবিআই। সেই সংক্রান্ত এখনও বেশ কিছু প্রশ্নের উত্তর অধরা রয়েছে। তা নিয়েও সায়গলকে জেরা চালিয়ে যেতে চান গোয়েন্দারা।