কলকাতায় আজ রোদের রাজত্ব, তাপমাত্রা ছুঁতে পারে ৩৮ ডিগ্রি!
ভ্রমণ, সম্পর্ক ও সরকারি সুযোগ—কর্কট রাশির জাতকদের আজকের দিন কেমন কাটবে?
আজ কারা হবেন ভাগ্যবান? দেখে নিন সিংহ থেকে বৃশ্চিক রাশির রাশিফল
রাশির পালা বদলাচ্ছে আজ, মকর-কুম্ভ-মীনের জন্য সময় কেমন?
চীনকে পাশ কাটিয়ে রফতানি, চার দেশের সোলার প্যানেলে কড়া শুল্ক বসাল আমেরিকা
ইউক্রেন ইস্যুতে নতুন মোড়? আলোচনায় আগ্রহী পুতিন, সক্রিয় স্টারমার ও জেলেনস্কি
রাশিয়ার শক্তিশালী পদক্ষেপ: ব্ল্যাক সি-তে ৬টি মিসাইল ক্যারিয়ার ও ৪৬টি কালিব্র মিসাইল
পোপের শেষকৃত্য অনুষ্ঠানে রোমে যাচ্ছেন ট্রাম্প ও মেলানিয়া
বাণিজ্য উত্তেজনার মাঝে চীনের উদ্দেশ্যে ছাড়া বোয়িংয়ের বিমান মাঝপথেই ফিরল আমেরিকায়

আজ আসানসোল সিবিআই আদালতে পেশ করা হল সায়গলকে

author-image
Harmeet
New Update
আজ আসানসোল সিবিআই আদালতে পেশ করা হল সায়গলকে

রাহুল পাসোয়ান, আসানসোলঃ গরু পাচারকান্ডে অনুব্রত মন্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গতকাল গ্রেফতার করেছিল সিবিআই। আজ অর্থাৎ শুক্রবার ধৃত সায়গল হোসেনকে আসানসোল সিবিআই আদালতে পেশ করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, সায়গল হোসেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মন্ডলের দেহরক্ষী ছিলেন।

                  

বৃহস্পতিবার কলকাতার নিজাম প্যালেসে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করার পর সায়গল হোসেনকে গ্রেফতার করে সিবিআই। ধৃতকে এদিন আসানসোল সিবিআই আদালতে পেশ করা হয়।