নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : কলকাতার মিষ্টি এবার ঝাড়গ্রামে। কাঁচা লঙ্কার রসগোল্লার নাম শুনেছেন? আশা করি অনেকেই শোনেন নি, কিন্তু হ্যাঁ, এটাই সত্যি। জামাইয়ের পাতে রং বাহারী নানা স্বাদের মিষ্টি না থাকলে হয়! তাই জামাইয়ের পাতে নতুন মিষ্টি উপহার দিতে হাজির কাঁচা লঙ্কার রসগোল্লা। আর জামাইয়ের পাতে রং বেরং-এর সুস্বাদু মিষ্টি তুলে দিতে মিষ্টি বিক্রেতারা তৈরি করেছেন নানা ধরনের মিষ্টি। এক মিষ্টি বিক্রেতা জানান, 'যে মিষ্টি কলকাতায় দেখা যায় সেই মিষ্টি এবার আমরা তৈরি করেছি।' কাঁচা লঙ্কার রসগোল্লা, আমের রসগোল্লা, সহ নিত্য নতুন প্রায় আট থেকে দশ ধরনের মিষ্টির সম্ভার সাজিয়ে তুলেছেন মিষ্টি বিক্রেতা। আর সেই সমস্ত মিষ্টি কিনতে রবিবার সকাল থেকে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু'নম্বর ব্লকের গোয়ালমারা বাসস্ট্যান্ডে ভিড় জমে উঠেছে দেখার মতো। মিষ্টি বিক্রেতা আরো জানান, 'আগের বছরের তুলনায় এ বছর জামাইষষ্ঠীতে অনেক ভিড় দোকানে, চাহিদা অনুযায়ী যোগান দিতে পারছিনা। বিভিন্ন নিত্যনতুন মিষ্টি দেখে অবাক গ্রাম গঞ্জের সাধারণ মানুষ থেকে জামাইরা।'