নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার ওপর পশ্চিমের দেশগুলি বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরফলে ইতিপূর্বেই পুতিন জানিয়েছিল, প্রাকৃতিক গ্যাস প্রবাহের ক্ষেত্রে রাশিয়া বিরোধী দেশগুলির ওপর ব্যবস্থা নেবেন তিনি। এবার সেই মত ফিনল্যান্ড, বুলগেরিয়া এবং পোল্যান্ডে প্রাকৃতিক গ্যাস প্রবাহ বন্ধ করেছে রাশিয়া। যার ফলে এই দেশ গুলিতে দ্রুত প্রাকৃতিক গ্যাসের দাম আকাশ ছোঁয়া হবে বলে আশঙ্কা করা হচ্ছে। যার প্রভাব গোটা বিশ্বেও পড়বে বলে ধারণা করা হচ্ছে।