নিজস্ব সংবাদদাতা: যে লিপস্টিকই ব্যবহার করুন না কেন, দীর্ঘ দিন এক ভাবে ব্যবহার করলে ঠোঁটে কালচে ছোপ পড়ার সম্ভাবনা রয়েছে। লিপস্টিকের মধ্যে থাকা রাসায়নিকযুক্ত রঙ এর জন্য দায়ী। এবার বাড়িতেই বানান লিপস্টিক।
একটি বাটিতে জল গরম করে তার মধ্যে আর একটি বাটি বসান। নারকেল বা কাঠবাদামের তেল ঢালুন। দিন শিয়া বাটার। আঁচ একেবারে আস্তে রাখবেন। ওই তরলে দিন পছন্দের রঙ। কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল যোগ করুন। ওই মিশ্রণটি ফাঁকা লিপস্টিকের টিউবের মধ্যে ঢেলে ফ্রিজে রেখে দেবেন। জমাট বেঁধে গেলেই রেডি লিপস্টিক।