নিজস্ব সংবাদদাতাঃ শারিরীক নিয়মেই একটা বয়সের পর নারী শরীরে মেনোপজ (Menopause) আসতে বাধ্য। মেনোপজ মানেই যৌন ক্ষমতা (Sex) চলে যায় এটা কি ঠিক? স্বাভাবিকভাবে সন্তান ধারণ ক্ষমতা (Reproduction) হারিয়ে যায় কিন্তু এমনটা হয় না যে সঙ্গম করার ইচ্ছে চলে যায় মেয়েদের। একটি গবেষণাপত্র (Research) বলছে যে যাঁরা অন্তত সপ্তাহে একবার মিলন করেন তাঁদের ক্ষেত্রে মেনোপজ পিছিয়ে যেতে পারে ২৮ শতাংশ বেশি পরিমাণে ৷