পুরুষদের এবার কি আলাদা ভাতা দেওয়া হবে, ঘোষণা হবে রাজ্য বাজেটে

এবারের বাজেটে নাকি পুরুষদের ভাগ্যও ঘুরতে চলেছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
cm mamata bn.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: মাসের শুরুতেই এখন পশ্চিমবঙ্গের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ১০০০ টাকা অথবা ১২০০ টাকা করে ঢুকে যাচ্ছে। এই টাকা ঢুকছে সেই সকল মহিলাদের অ্যাকাউন্টে, যাদের নাম রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে।

laxmir bhandar

তবে এবারের বাজেটে নাকি পুরুষদের ভাগ্যও ঘুরতে চলেছে। বাড়ির পুরুষরাও এবার থেকে প্রতি মাসে টাকা পাবেন বলে ঘোষণা হতে পারে এবারের বাজেটে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিরাট ঘোষণা করতে পারেন বলে অনুমান করা হচ্ছে। বেকার যুবকরা যাতে বেকার না থেকে কর্মসংস্থানের সুযোগ পান তার জন্য প্রকল্প বা ভাতা ঘোষণা করা হতে পারে এবারের বাজেটে বলেই মনে করা হচ্ছে।

cm mamataw.jpg