নিজস্ব সংবাদদাতা: ফেব্রুয়ারি ১ তারিখে প্রকাশ্যে এসেছে ইউনিয়ান বাজেট (Union Budget 2025). তবে অপেক্ষার অবসান ঘটিয়ে শীঘ্রই রাজ্যের বাজেটও ঘোষণা হবে। তবে তার আগে সামনে এল বড় খবর। ক্রমশ রাজ্যের বেকার ছেলেমেয়েদের সংখ্যা যে হারে বাড়ছে সেটা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল আলোচনা। তাই সেই সমস্যার সমাধানে প্রায় ৫০,০০০ নিয়োগের ঘোষণা করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।ইতোমধ্যে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান বৃদ্ধির জন্য নানান ভাবে চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার।
ইতিমধ্যে রাজ্যে একটি নতুন আইটি হাব তৈরী করা হয়েছে। যেখানে বর্তমানে বেশ কিছু কর্মসংস্থান হয়েছে। তবে এবার খবর, আসন্ন রাজ্য বাজেটে সরকার হাজার হাজার কাজের ঘোষণা করা করতে পারে।
রাজ্যের আর্থিক দিক খেয়াল রেখেই কর্মসংস্থান বৃদ্ধির চেষ্টা করা হবে, তেমনই উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমানে রাজ্যে চলতে থাকা সরকারের বিভিন্ন প্রজেক্ট যেমন আইসিডিএস, অঙ্গনওয়াড়ি ক্ষেত্রে প্রার্থী নিয়োগ দেওয়া হবে। লোন নিয়োগ করা হতে পারে কর্মী, সহকারী থেকে শুরু করে সুপারভাইজার পদে। আর এই নিয়োগের ফলে রাজ্যের মহিলারা আর্থিকভাবে স্বচ্ছল হওয়ার সুযোগ পাবেন। তবে এখানেই শেষ নয়, নিয়োগ হতে পারে স্বাস্থ্য বিভাগেও। চাকরি দেওয়া হবে ফার্মাসিস্ট, মেডিকেল অফিসার, নার্সিং সিস্টার, হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে।
তবে শুধু তাই নয়, দীর্ঘদিন রাজ্যের নিরাপত্তা বাহিনীতেও কোনো নিয়োগ হয়নি। নতুন করে প্রার্থী নিয়োগ হবে সিভিক ভলিন্টিয়ার, ভিলেজ পুলিশ থেকেই শুরু করে হোমগার্ড পদের জন্য। ফলে রাজ্যের প্রচুর যুবক-যুবতী এখানে চাকরি পাবেন। আবার, রাজ্যের শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিন যাবৎ নিয়োগ কার্যত বন্ধ আছে। তাই নতুন করে শিক্ষক নিয়োগ আটকে রয়েছে। চলতে থাকা একাধিক মামলার জেরে নিয়োগ বন্ধ অথচ সরকারি স্কুলে শিক্ষকের অভাব স্পষ্ট। এহেন পরিস্থিতিতে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষক নিয়োগ হতে পারে। শিক্ষিত যুবক-যুবতীরা একদিকে যেমন নিয়োগ পাবেন, ঠিক তেমন ভাবেই তাদের সরকারি কাজের জগতে অভিজ্ঞতাও তৈরি হবে।