নিজস্ব সংবাদদাতা: সোমবার দুপুরে শুরু রাজ্য বিধানসভার (West Bengal State Budget) অধিবেশন। রীতি মেনে প্রতি বছরের মতো রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose) ভাষণের পর শুরু হবে এদিনের কার্যক্রম। নিয়ম মেনে আম্বেদকরের গলায় মাল্যদান করেন বোস। বিধানসভায় উপস্থিত হয়েছিলেন বিধানসভার স্পিকার বিমান বসু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাজেট পেশের আগে বিধানসভা ভবনে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক। একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, এদিনের বৈঠকে দিল্লি নির্বাচন নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী। এ রাজ্যের বিধানসভায় এ ধরনের ঘটনা ঘটবে না এবং কংগ্রেসের উপর নির্ভরতার কোনও প্রয়োজন নেই বলে সাফ জানান মুখ্যমন্ত্রী।