লেবুতে প্রচুর ক্যালোরি থাকলেও লেবু ওজন কমাতে সাহায্য করে। কাগজির রস খেলে বহুক্ষণ পেট ভরা থাকে যার ফলে মেদ ঝরাতে ভীষণ সাহায্য হয়। তাই ওজন কমানোর প্রয়াসে থাকলে জলে কাগজি লেবুর রস খেতেই পারেন।
লেবুতে প্রচুর ক্যালোরি থাকলেও লেবু ওজন কমাতে সাহায্য করে। কাগজির রস খেলে বহুক্ষণ পেট ভরা থাকে যার ফলে মেদ ঝরাতে ভীষণ সাহায্য হয়। তাই ওজন কমানোর প্রয়াসে থাকলে জলে কাগজি লেবুর রস খেতেই পারেন।
এতে প্রচুর জলায় উপাদান থাকে। শরীরের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে কাগজি। এ ছাড়া রক্ত চলাচল স্বাভাবিক রাখে যার কারণে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এই ফল। হজমের সমস্যা দূর করতেও এর কোনও তুলনা হয় না।
কাগজি লেবুতে প্রচুর ভিটামিন সি রয়েছে। কোলাজেন সিন্থেসিসে সাহায্য করে এই ফল এ ছাড়াও ইমিউনিটি বাড়াতে সাহায্য করে কাগজি লেবু। রোজ ভাতের পাতে খেলে সিজনাল অসুখ-বিসুখ থেকে মুক্তি পাওয়া যায়। ফ্রি ব়্যাডিকেলের থেকে কোষকে রক্ষা করে।
শুধু খাবারের স্বাদই বদলায় না, অপরিসীম গুণ রয়েছে এই ফলের। রোজ খেলে বিভিন্ন রোগ-ব্যধি থেকে মুক্তি দিতে পারে কাগজি।
{{ primary_category.name }}