সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস

বৈশাখ মাসের দ্বিতীয় দিন থেকেই আবহাওয়া দফতর জারি করল তাপপ্রবাহের সতর্কতা ৷ মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা পুড়তে থাকবে ৷ রবিবার দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি ছিল ছিল ৷

পশ্চিমবঙ্গের জলবায়ু শুষ্ক হচ্ছে

গরমের হাত থেকে নিস্তার নেই আগামী ২-৩ দিনের জন্য ৷ মঙ্গলবার থেকেই পূর্ব মেদিনীপুরে তাপপ্রবাহ চালু হতে পারে ৷ দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলে প্রায় ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে৷ বৈশাখের প্রথম সপ্তাহেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস হয়ে যেতে পারে ৷ পশ্চিমের রাজ্যগুলি থেকে শুষ্ক বায়ু প্রবেশ করছে বলে পশ্চিমবঙ্গের জলবায়ু শুষ্ক হচ্ছে ৷