রাজ্য সরকারি কর্মচারীদের গায়ে লাগবে না

রবিবার বলে পয়লা বৈশাখের একটি ছুটি নষ্ট হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের। স্কুল, কলেজ, সরকারি অফিস - পয়লা বৈশাখের জন্য ছুটি থাকে। কিন্ত এবার পয়লা বৈশাখ রবিবার পড়ে যাওয়ায় ছুটিটা একেবারে নষ্ট হয়েছে। তবে সেজন্য বেশি হা-হুতাশ করতে হবে না। কারণ বাড়তি একটা ছুটি ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। ফলে একটা ছুটি নষ্ট হলেও সেটা রাজ্য সরকারি কর্মচারীদের গায়ে লাগবে না।

৪ বৈশাখ ছুটি থাকবে পশ্চিমবঙ্গে

ছুটির বিষয়ে আগেই জানিয়েছিল রাজ্য সরকার। গত মাসে রাজ্য সরকারের অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, '১৮৮১ সালের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের (এনআই অ্যাক্ট) ২৫ নম্বর ধারার আওতায় রামনবমীর জন্য আগামী ১৭ এপ্রিল পাবলিক হলিডে ঘোষণা করা হচ্ছে।' অর্থাৎ পয়লা বৈশাখ ছুটি না পেলেও ৪ বৈশাখ ছুটি থাকবে পশ্চিমবঙ্গে।