লম্বা ও ঘন চুল পেতে চান ? ব্যবহার করুন এই তেলগুলি
স্বাস্থ্যোজ্জ্বল, লম্বা ও ঘন চুল পেতে চাইলে নিয়মিত তেল ম্যাসাজের বিকল্প নেই। শ্যাম্পু-কন্ডিশনারের পাশাপাশি চুলের যত্নে বিভিন্ন ধরনের তেলের ব্যবহার ভীষণ জরুরি।
স্বাস্থ্যোজ্জ্বল, লম্বা ও ঘন চুল পেতে চাইলে নিয়মিত তেল ম্যাসাজের বিকল্প নেই। শ্যাম্পু-কন্ডিশনারের পাশাপাশি চুলের যত্নে বিভিন্ন ধরনের তেলের ব্যবহার ভীষণ জরুরি।
চুলের ভেঙে যাওয়াকে প্রাকৃতিকভাবে প্রতিরোধ করে অলিভ অয়েল। চুলের আগা ফেটে যাওয়াও আটকায় উপকারী অলিভ অয়েল। এতে রয়েছে ভিটামিন-ই এবং উচ্চ মাত্রার অ্যান্টি-অক্সিডেন্ট যা চুলের যত্ন নেয়।
চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে ক্যাস্টর অয়েল। রিসিনোলিক অ্যাসিড সমৃদ্ধ এই তেল চুল পড়া কমাতে সহায়তা করে। এর অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণও রয়েছে।
চুলের যত্নে নারকেল তেল ব্যবহার করুন নিয়মিত। এতে থাকা ভিটামিন ও ফ্যাটি অ্যাসিড চুলের ক্ষতির বিরুদ্ধে লড়াই করে। এছাড়া ডিপ কন্ডিশনার হিসেবে কাজ করে উপকারী এই তেল।
ফ্যাটি অ্যাসিড, ভিটামিন-ই এবং অ্যান্টিঅক্সিডেন্টের দারুণ উৎস অরগ্যান অয়েল। চুলের রুক্ষতা প্রতিরোধ করতে পারে এই তেল। মাথার ত্বকের যত্নেও কার্যকর অরগ্যান অয়েল।
{{ primary_category.name }}