বর্ষার মরশুমে বাড়ে 'অয়েলি স্কিনের' হাজারও সমস্যা, দূর করবেন কীভাবে ?

বর্ষার মরশুমে যেহেতু বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে, তার কারণে যাঁদের ত্বক তেলতেলে ধরনের তাঁরা একটু বেশিই সমস্যায় পড়েন। বর্ষার দিনে কীভাবে অয়েলি স্কিনের যত্ন নেবেন? দেখে নিন।

মুখ ধুয়ে পরিষ্কার করা

বর্ষার মরশুমে ভালভাবে মুখ পরিষ্কার করতে হবে। বিশেষ করে বাড়ির বাইরে বেরোলে। বাড়িতে থাকলেও ভালভাবে মুখ ধুয়ে পরিষ্কার করা জরুরি। নাহলে ত্বকে সিবাম প্রোডাকশন বেশি হলে নোংরা, ময়লা ত্বকের মধ্যে বসে যাবে। দেখা দিতে পারে ব্রনর মত সমস্যা।

ফেস টোনার ব্যবহার

ফেসওয়াশ দিয়ে শুধু মুখ ধুলেই হবে না। আপনি ফেস ক্লেনজার কিংবা ফেস টোনার ব্যবহার করতে পারেন।

ফেস স্ক্রাবিং

ফেসওয়াশ দিয়ে শুধু মুখ ধুলেই হবে না। প্রয়োজন আছে স্ক্রাবিংয়ের। স্ক্রাব করলে ত্বকের মরা কোষগুলি ঝরে যাবে। ত্বক উজ্জ্বল এবং মোলায়েম হবে।

সানস্ক্রিন ব্যবহার

বর্ষাকালেও আমাদের ঘাম হয়। আর আর্দ্রতা বেশি থাকার কারণে মাঝে মাঝেই থাকে অস্বস্তিকর পরিবেশ। এই জাতীয় আবহাওয়ায় ঘাম আরও বেশি হয়। তাই এই সময় বাড়ির বাইরে বেরোলে সানস্ক্রিনের ব্যাপারে সতর্ক থাকুন।

জল খেতে হবে

সঠিক পরিমাণে জল খেতে হবে। তাহলে আপনার শরীর হাইড্রেটেড থাকবে। এর পাশাপাশি ডিটক্স হবে ত্বক এবং সিবাম প্রোডাকশনের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। কম জল খেলে শরীরে ডিহাইড্রেটেড হয়ে যাবে।

ব্যবহার করতে হবে ময়শ্চারাইজার

বর্ষাকালে স্ক্রাবিংয়ের ব্যাপারে বিশেষ করে গুরুত্ব দেওয়া উচিত। স্ক্রাব করার পরে ত্বকে কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে ময়শ্চারাইজার কিংবা ক্রিম।