চুল ঘন করবে ঘিয়ের পুষ্টি, কোন কোন মিশ্রণ ব্যবহার করবেন ?
ঘিয়ের পুষ্টিতেই চুল দ্রুত ঘন হবে।পাশাপাশি কোন মিশ্রণে উপকারী বেশি ,তাও জেনে রাখা ভাল।
ঘিয়ের পুষ্টিতেই চুল দ্রুত ঘন হবে।পাশাপাশি কোন মিশ্রণে উপকারী বেশি ,তাও জেনে রাখা ভাল।
রসনাতৃপ্তিতে ঘিয়ের গুণের কথা আলাদা করে বলার কিছু নেই। কিন্ত শুধুই রসনাতৃপ্তি নয়। ঘি চুলের জন্যও বেশ উপকারী। ঘিয়ের মধ্যে একাধিক পুষ্টিগুণ রয়েছে। যা চুল পড়া আটকায়। পাশাপাশি চুল ঘন করে।
ঘি ভাল করে গরম করে নিন যাতে একেবারে তরল হয়ে যায়। এবার এটি চুলের মধ্যে মাখিয়ে একটি তোয়ালে দিয়ে মাথা ঢেকে নিন। ১ ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
ঘি চুলে লাগানোর জন্য হেয়ার মাস্ক বানাতে পারেন। হেয়ার মাস্ক বানাতে প্রথমে ঘি গরম করে নিন। এবার হাতের তালুতে মাখিয়ে চুলের গোড়ায় আঙুল চালিয়ে স্ক্যাল্পে লাগান। কিছুক্ষণ এভাবে রাখার পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
অনেকেই চুলের পরিচর্যা করার জন্য পর্যাপ্ত সময় পান না। এর জন্য ঘি স্ক্যাল্পে লাগানো গেলেও চুলের আগায় লাগান। অর্থাৎ চুলের যে আগা ফাটা, ভাঙা সেখানে লাগালেও উপকার পাবেন।
স্ক্য়াল্প মাসাজ হল মাথার ত্বকের মাসাজ। এর জন্য প্রথমে ঘি ভাল করে গরম করে নিতে হবে। এর পর সেটি দিয়ে স্ক্যাল্পে ১০ মিনিট মাসাজ করুন।
{{ primary_category.name }}