গরম থেকে বাঁচতে দিনভর এসি-তে থাকছেন ? নিজের ক্ষতি করছেন না তো ?
অনেকে হয়তো তীব্র গরম থেকে বাঁচতে দিনভর বা যতটা সম্ভব এসি-তে থাকছেন। কিন্তু তাতে লাভের থেকে ক্ষতি বেশি করছেন না তো?
অনেকে হয়তো তীব্র গরম থেকে বাঁচতে দিনভর বা যতটা সম্ভব এসি-তে থাকছেন। কিন্তু তাতে লাভের থেকে ক্ষতি বেশি করছেন না তো?
কখনও কখনও এসি-তে থাকা কার্যত আবশ্যক হয়ে পড়লেও দিনভর এই যন্ত্রনির্ভর কৃত্রিম শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ থাকা স্বাস্থ্যের বিপূল ক্ষতি করতে পারে।
এগজিমা, সোরিয়াসিস ইত্যাদি ত্বকের বেশ কিছু সমস্যা এসি-তে দীর্ঘক্ষণ থাকলে বাড়ার প্রবণতা থাকে। শুকনো হাওয়া এই ধরনের প্রবণতা বাড়িয়ে দেয়।
বেশিক্ষণ এসি-তে কাটালে ত্বকে টান ধরতে পারে। খসখসে ভাব বেড়ে গিয়ে একসময়ে চামড়াও উঠে আসতে পারে।
যাদের ড্রাই আইজের সমস্যা রয়েছে, মাত্রাতিরিক্ত এসি-তে থাকলে তা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। অর্থাৎ চোখে চুলকানি, জ্বালার অনুভূতি বাড়তে পারে।
স্বাভাবিক ভাবে কারও চুলে যে তেলের পরিমাণ থাকে, এসি-তে দীর্ঘক্ষণ থাকলে তা চলে যেতে পারে। ফলে শুষ্কভাব বেড়ে গিয়ে নষ্ট হতে পারে চুল।
{{ primary_category.name }}