বড্ড কষ্টকর এই হাঁচি। এই সময়ে কী করবেন কিছুই বুঝতে পারেন না। তবে কয়েকটি ঘরোয়া উপায়ে কিন্তু সমস্যার সমাধান হতে পারে। থামবে হাঁচি। শুধু এই কাজ করে দেখুন।

হাঁচির সমস্যা

হাঁচির কোনও সময় নেই। বর্ষাকাল হোক বা শীতকাল ঠান্ডা লাগলে সর্দি-কাশি বেড়ে যেতে পারে। আবার অনেকের ঠান্ডা লাগলে নাক থেকে ক্রমাগত জল পড়া আর হাঁচির সমস্যা দেখা যায়। আবার ধুলো থেকেও অনেকের ডাস্ট এলার্জির সমস্যা থাকে। একবার নাকে ধুলো গেল কি ব্যস, শুরু হয়ে যায় হাঁচির সমস্যা।

মধু

হাঁচি থামাতে অব্যর্থ মধু। তাই ক্রমাগত হাঁচির সমস্যা দেখা দিলেই তার মধ্যেও কষ্ট করে এক চামচ মধু গলায় ঢেলে দিন। মধু গলায় গেলেই হাঁচি বন্ধ হবে।

ইউক্যালিপ্টাস তেলের গন্ধ

ইউক্যালিপ্টাস তেলের গন্ধ হাঁচি থামাতে বেশ উপকারী। হাঁচি হওয়ার প্রবণতা থাকলে রুমালে ২-৩ ফোঁটা ইউক্যালিপ্টাস তেল দিয়ে দিন। তা কিছু ক্ষণ নাকের সামনে ধরে রাখুন। হাঁচি থেমে যাবে।

জিভ দিয়ে টাকরায় টোকা

একটানা হাঁচি হলে জিভ দিয়ে টাকরায় টোকাও দেওয়া যেতে পারে। মুহূর্তের মধ্যে হাঁচি থেমে যাবে।