ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস
শৈত্যপ্রবাহের জের যেতে না যেতেই দেশজুড়ে একের পর এক নতুন ঝঞ্ঝার হুঁশিয়ারি। তারই জেরে আবহাওয়ার মোড় ঘুরছে বসন্তের শুরু থেকেই। ভারতীয় আবহাওয়া বিভাগ বিভিন্ন রাজ্যের জন্য আবহাওয়ার আপডেট প্রকাশ্যে আনতেই ফের চোখ কপালে আবহাওয়াবিদদের। কিছু রাজ্যে প্রবল বাতাসের সঙ্গে ঝড়ের প্রভাবও দেখা যাচ্ছে। বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়াবিদরা পাহাড় থেকে সমতল পর্যন্ত এলাকার জন্য সতর্কতা জারি করেছেন। বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।