শুধু নারকেল তেল নয়, রয়েছে অনেক বিকল্প
হাতের কাছে রয়েছে একাধিক উপায়। প্রয়োজনে পরামর্শ নিন বিশেষজ্ঞের।
হাতের কাছে রয়েছে একাধিক উপায়। প্রয়োজনে পরামর্শ নিন বিশেষজ্ঞের।
মাথায় তেল না মেখে থাকতে পারেন না অনেকেই। স্নানের আগে, বা ঘুমাতে যাওয়ার আগে মাথায় তেল মালিশ চাই-ই তাঁদের।
চুলে লাগাতে পারেন ক্যাস্টর অয়েল। চুলের কন্ডিশনিং হয়ে যায় এতে। চুলের বৃদ্ধির সহায়ক ক্যাস্টর অয়েল।
আরগান অয়েল সিরাম লাগাতে পারেন মাথায়। আবার তেলও মাখতে পারেন। চুল কালার করলে প্রোটিনের ক্ষয় হয়, তা রোধ করে আরগান অয়েল।
মাথায় আমন্ড অয়েল মাখতে পারেন। এতে ভিটামিন এ, ই রয়েছে। রয়েছে Palmitic এবং Oleic অ্যাসিড। অ্যান্টিঅক্সিড্যান্টও চুলের স্বাস্থ্য রক্ষা করে। স্কাল্প রুক্ষ হলে, তাও মিটে যায়।
টি ট্রি অয়েল এখন যে কোনও দোকানেই পাওয়া যায়। খুশকির সমস্যা দূর হয়। অ্যান্টি ব্যাকটিরিয়াল পাদান, প্রদাহবিরোধী উপাদান থাকে, স্কাল্পের স্বাস্থ্য রক্ষা করে।
চুল যদি বেশি পড়ে, সেক্ষেত্রে রোজমেরি অয়েল ব্যবহার করতে পারেন। অ্যালোপেচিয়ার চিকিৎসাতেও রোজমেরি অয়েল ব্যবহৃত হয়। এতে মাথাও চুলকোয় না।
{{ primary_category.name }}