বর্ষায় টনসিলের ব্যথা বেড়েছে ? ভরসা রাখুন ঘরোয়া টোটকায়

টনসিলের সমস্যার জন্য দায়ী মূলত সর্দি-কাশির ভাইরাসই। টনসিলের ব্যথা শুরু হলে তা দু’এক দিনে কমে না। মুঠো মুঠো ওষুধ খেলে বরং অন্য পার্শ্বপ্রতিক্রিয়ার ভয় থাকে।

ঈষদুষ্ণ জলে চামচ লেবুর রস, মধু ও সামান্য নুন

টনসিলে সংক্রমণ হলে বা গলায় ব্যথা হলে ঈষদুষ্ণ জলে এক চামচ লেবুর রস, এক চামচ মধু ও সামান্য নুন ভাল করে মিশিয়ে নিয়ে পান করুন। এই মিশ্রণটি ব্যথানাশক। টনসিলের সমস্যা কমবে সহজে।

গরম জলের ভাপ

গরম জলে সামান্য নুন ফেলুন। এ বার কান-মাথায় ভাল করে জড়িয়ে নিন মোটা কোনও কাপড়। তার পর পাখার তলা থেকে সরে গরম জলের ভাপ নিন। দিনে বার দু’য়েক এমনটা করতে পারলে ভাল। অনেক আরাম পাবেন।

হলুদ মেশানো দুধ

এক কাপ দুধে সামান্য হলুদ মেশান। তার পর সেই দুধ ফুটিয়ে গরম গরম খান। এই হলুদ মেশানো দুধ টনসিলের সংক্রমণ বা গলা ব্যথার ক্ষেত্রে খুব কার্যকর।

গ্রিন টি-র মধ্যে মধু

গলা ব্যথা বা টনসিলের সমস্যা হলে গ্রিন টি-র মধ্যে দু’ চামচ মধু মিশিয়ে খেলে উপকার পেতে পারেন। মধু ও গ্রিন-টি-এর অ্যান্টি ব্যাক্টিরিয়াল ও অ্যান্টিঅক্সিড্যান্ট গুণ আছে যা গলার যে কোনও সংক্রমণ কমাতে কাজে আসতে পারে।