ভারতীয় জন ঔধধি পরিযোজনা প্রকল্পের’ প্রচার করছেন

একবছরে ২০ হাজার নতুন জেনেরিক ওষুধের দোকান খোলার লক্ষ্য নিয়েছে কেন্দ্র সরকার। শুধু তাই নয়, বেশিরভাগ দোকানই খোলা হবে গ্রামীণ এলাকায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনী প্রচারে ব্যাপকভাবে ‘প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔধধি পরিযোজনা প্রকল্পের’ প্রচার করছেন।

৪৫০০-এর বেশি আবেদন এসেছে

দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রকল্পকে পৌঁছে দেওয়াই সরকারের পরবর্তী লক্ষ্য। উদ্যোক্তা মডেলের মাধ্যমে এটা করা কঠিন। তাই পিএসিএস মডেল বেছে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ৪৫০০-এর বেশি আবেদন এসেছে। এর মধ্যে ২৫০০ আবেদনের অনুমোদন দেওয়া হয়েছে। ৪০০টি দোকান ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে।