মশলা চা-তেও এত উপকার, একাধিক রোগ দূরে পালায়
চলুন জেনে নেওয়া যাক মশলা চা পানে কী কী উপকার পাওয়া যায় ?
চলুন জেনে নেওয়া যাক মশলা চা পানে কী কী উপকার পাওয়া যায় ?
মশলা চায়ের স্বাদও যেমন ভালো, ঠিক তেমনই এর পুষ্টিগুণও অনেক। মশলা চায়ের স্বাদ যেমন ভালো, ঠিক তেমনই এর পুষ্টিগুণও অনেক। মশলা চা তৈরির সময় এর মধ্যে আদা, এলাচ, দারুচিনি ও লবঙ্গ ইত্যাদি দেওয়া হয়। এগুলোর গুণেই চা গুণী হয়ে ওঠে।
গ্যাসের সমস্যা থেকে রেহাই দেয় এলাচ ও দারুচিনির মতো উপাদান। আদার গুণে বুক জ্বালার থেকেও রেহাই পাওয়া সম্ভব। শ্বাসকষ্ট বা অ্যাজমার সমস্যায় স্বস্তি দেয় মসলা চায়ে মেশানো এলাচ।
মশলা চায়ের এলাচ ও দারুচিনি হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। রক্তচাপও নিয়ন্ত্রণ করে মসলা চায়ের গুণ। ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।
মশলা চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। মশলা চায়ে মেশানো আদায় থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ, যা প্রদাহ কমায়। সর্দি, কাশি বা গলা ব্যথায় স্বস্তি দেয় মশলা চা।
{{ primary_category.name }}