এমনই পর্যবেক্ষণ এলাহাবাদ হাই কোর্টের

প্রেমের পড়া এবং প্রেম থেকে বিয়ে করা যেমন সহজ, তেমনই প্রেমের বিয়েতে বিচ্ছেদও সহজে আসে। আসলে প্রেমের বিয়েতে ভালবাসা তাড়াতাড়ি ফুরিয়ে যায়। সম্প্রতি এক ববাহ-বিচ্ছেদের মামলার রায় দিতে গিয়ে এমনই পর্যবেক্ষণ এলাহাবাদ হাই কোর্টের।

বিচারপতি বিবেক কুমার বিড়লা ও দোনাদি রমেশের মতে, প্রেম থেকে সহজেই বিয়ে করা যায়

এলাহাবাদ হাই কোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি বিবেক কুমার বিড়লা ও দোনাদি রমেশের মতে, “প্রেম থেকে সহজেই বিয়ে করা যায়। আর সহজেই স্বামী ও স্ত্রীর মধ্যে বৈবাহিক বিবাদ শুরু হয়। এর জন্য দায়ী যে-ই থাকুক না কেন, সামান্য বিবাদেই সম্পর্ক আর টেনে নিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। অন্তত একটি পক্ষ আলাদাভাবে বসবাস শুরু করে।” বিভিন্ন বিবাহ-বিচ্ছেদের মামলা থেকে এমনই অভিজ্ঞতা উঠে আসছে বলে জানান বিচারপতি দ্বয়।