নিহত ১৮
উগান্ডার রাজধানীতে একটি বিশাল ল্যান্ডফিল সাইট ধসে অন্তত ১৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে রেড ক্রস।
উগান্ডার রাজধানীতে একটি বিশাল ল্যান্ডফিল সাইট ধসে অন্তত ১৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে রেড ক্রস।
শুক্রবার রাতে কাম্পালার বেশিরভাগ বর্জ্য অপসারণের স্থান হিসেবে কাজ করা কিতেজি ল্যান্ডফিলটি ধসে পড়লে আরও ১৪ জন আহত হয়েছেন। কাম্পালা ক্যাপিটাল সিটি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত দু'জন শিশু।
{{ primary_category.name }}