হিজবুল্লাহর রকেট লঞ্চারে আঘাত

ইসরায়েলি জঙ্গিবিমান দক্ষিণ লেবাননের কৌনাইন ও কবরায় হিজবুল্লাহর রকেট লঞ্চারে আঘাত হেনেছে, যা ইসরায়েলে আগের হামলায় ব্যবহৃত হয়েছিল।

ক্ষেপণাস্ত্র হামলাউত্তরে হিজবুল্লাহর রকেট লঞ্চারে বিমান হামলা

এদিকে আইডিএফ বলছে, লেবানন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র এক ঘণ্টা আগে সীমান্তবর্তী শ্তুলা এলাকায় আঘাত হানে। তবে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।