কোথায় কোথায় পাবেন?

৮টি স্টেশন যেমন গুয়াহাটি, কামাখ্যা, রঙিয়া, নিউ কোচবিহার, কাটিহার, নিউ তিনসুকিয়া, নাহরলগুন এবং নিউ আলিপুরদুয়ারের ৯টি স্থানসহ সামার স্পেশ্যাল ট্রেনগুলিতে এই পরিষেবা পাবেন।

২০ টাকার সাশ্রয়ী মূল্যে সুলভ আহার

জেনারেল কোচের যাত্রীদের ২০ টাকার সাশ্রয়ী মূল্যে সুলভ আহার এবং সাশ্রয়ী মূল্যে ২০০ এমএল জলের গ্লাস-সহ ৫০ টাকার স্ন্যাক্স দেওয়া হবে।