পার্বত্য জেলায় বেশি বৃষ্টির পূর্বাভাস

কাল থেকে গরম আরও বেড়ে যাবে। আজকেও ঝড় বৃষ্টি হবে। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় শিলাবৃষ্টি ও হালকা তুষারপাত হতে পারে। পার্বত্য জেলায় বেশি বৃষ্টির পূর্বাভাস।

সাত জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি

ঘূর্নাবর্ত রয়েছে উত্তরবঙ্গ ছত্রিশগড় ও রাজস্থানে। নতুন করে ঘূর্ণাবর্ত এল ওড়িশাতে। নতুন করে পশ্চিমীঝঞ্ঝা ঢুকবে বুধবার। দক্ষিণবঙ্গে আজ আংশিক মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গ জুড়েই ঝড় বৃষ্টির পূর্বাভাস। আজ সাত জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা এবং হাওড়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি।