পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে

ঝড়-বৃষ্টির মধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি রাজ্যে রাজ্যে। আবহাওয়া দফতর আইএমডি জানিয়ে দিল যে প্রচণ্ড গরমে তাপপ্রবাহ চলতে পারে একাধিক রাজ্যে। পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে, এমনটাই সতর্ক করল IMD।

তিন রাজ্যে আগামী দু’দিন তাপপ্রবাহের সতর্কবার্তা

ক্রমশ বদলাচ্ছে দেশের আবহাওয়া। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে একাধিক রাজ্যে গত কয়েকদিন ধরেই ঝড়-বৃষ্টির দুর্যোগ। সেই প্রভাব কাটতে না কাটতেই এবার আসছে দাবদাহ। কর্ণাটক, গুজরাত এবং রাজস্থানের একাধিক অংশে ইতিমধ্যেই পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। এই তিন রাজ্যে এরপর আগামী দু’দিন তাপপ্রবাহের সতর্কবার্তা।