কবে আবার কলকাতায় মনোরম আবহাওয়া আসবে
শেষ সপ্তাহে বারংবার বৃষ্টি হয়েছে রাজ্যের বেশ কিছু এলাকাতে৷ তাপমাত্রা অনেকটা নেমে গিয়েছিল৷ কিন্তু বৃষ্টি বন্ধ হওয়ার পর থেকেই আবার ভ্যপসা গরম৷ কবে আবার কলকাতায় মনোরম আবহাওয়া আসবে?
শেষ সপ্তাহে বারংবার বৃষ্টি হয়েছে রাজ্যের বেশ কিছু এলাকাতে৷ তাপমাত্রা অনেকটা নেমে গিয়েছিল৷ কিন্তু বৃষ্টি বন্ধ হওয়ার পর থেকেই আবার ভ্যপসা গরম৷ কবে আবার কলকাতায় মনোরম আবহাওয়া আসবে?
আইএমডি-এর তরফ থেকে যে সতর্কতা দেওয়া হয়েছে, তাতে দাবি উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে দফায়-দফায় বৃষ্টি হতে পারে৷ কোথাও ভারী বৃষ্টি হতে পারে, কোথাও আবার হাল্কা বৃষ্টি হতে পারে৷ কী হবে এ রাজ্যে? পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ অংশে কমবেশি বৃষ্টি হবে৷ উত্তরবঙ্গ ও সিকিমে গোটা সপ্তাহ জুড়েই, অর্থাৎ ২৯ তারিখ পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে৷ ২৩ মার্চ ও ২৫ মার্চ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ২৩ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত কোথাও কোথাও হাল্কা বৃষ্টিপাত হবে৷ ২৬ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা৷
{{ primary_category.name }}