আবহাওয়ার মেজাজ বদলে গেছে

আইএমডি ওয়েদার আপডেটে আবহাওয়ার বড় খেলার অ্যালার্ট জারি৷ গোটা উত্তর, উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যে শীত বিদায়ের পর এবার ঝড়-বৃষ্টির দাপটে নাজেহাল হতে চলেছে জনজীবন৷ আবহাওয়ার মেজাজ বদলে গেছে। জম্মু ও কাশ্মীর থেকে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি-এনসিআর, উত্তরপ্রদেশ, বিহার থেকে শুরু করে পশ্চিমবঙ্গ পর্যন্ত আবহাওয়ার মেগা বদল৷

প্রবল ঝোড়ো বাতাস ও শিলাবৃষ্টিরও পূর্বাভাসও জারি রয়েছে

নতুন তৈরি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্তের জেরে তোলপাড় হবে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের জনজীবন৷ ভারতীয় মৌসম বিভাগ (IMD) বুধবার ২১ ফেব্রুয়ারি ২০২৪- র সর্বশেষ ওয়েদার আপডেট প্রকাশ করেছে। সে অনুযায়ি কোথাও কোথাও বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি ও অন্যান্য জায়গায় তুষারপাত অব্যাহত রয়েছে। প্রবল ঝোড়ো বাতাস ও শিলাবৃষ্টিরও পূর্বাভাসও জারি রয়েছে।