বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা দক্ষিণ ২৪ পরগনায়

আগামী দু-তিন ঘণ্টায় দক্ষিণ ও উত্তর-দুই বঙ্গেই বেশ কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সর্তকতা জারি আলিপুর আবহাওয়া দফতরের।

কলকাতাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা ঝোড়ো হওয়া বইতে পারে

কলকাতাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা ঝোড়ো হওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের পাঁচ ও দক্ষিণবঙ্গের তিন জেলায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। দক্ষিণবঙ্গে কলকাতা-সহ তিন জেলার মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলা। উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। সর্তকতা জারি আলিপুর আবহাওয়া দফতরের।