হাজার টোটকাতেও চুল পড়া থামছে না ? চুল পড়ার প্রধান কারণগুলি জানেন ?
কারিপাতা, কালোজিরে ইত্যাদি বিবিধ টোটকা চুল ভাল রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু গোড়়াতেই যদি গলদ থেকে যায়, তাহলে চুল পড়া আটকানো যায় ?
কারিপাতা, কালোজিরে ইত্যাদি বিবিধ টোটকা চুল ভাল রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু গোড়়াতেই যদি গলদ থেকে যায়, তাহলে চুল পড়া আটকানো যায় ?
স্ট্রেস চুল পড়ার অন্যতম কারণ। দেখা গিয়েছে ৩৩ শতাংশ থেকে ৫০ শতাংশ ব্যক্তির চুল পড়ার আসল কারণ হল স্ট্রেস।
যৌন হরমোনের সমস্যা হলেও অনেক সময় চুল পড়ার হার বেড়ে যায়। মহিলাদের মধ্যে যা প্রকট।
থাইরয়েডের সমস্যা থাকলেও বেড়ে যায় চুল পড়া। বলা ভাল, চুল পড়া থাইরয়েডের অন্যতম লক্ষণ। প্রাথমিকভাবে অবশ্য থাইরয়েডের এই সমস্য়া বুঝে ওঠা সম্ভব হয় না অনেকের পক্ষে। তাই চুল পড়ার সমস্যা দেখা দিলে তাকে শুধু চুল পড়ার সমস্যা না ভাবাই ভাল।
জিনগত চুল পড়ার সমস্যা হাজার টোটকাতেও পুরোটা প্রতিরোধ করা সম্ভব নয়। কারণ এটি একটি বংশগত অর্জিত বৈশিষ্ট্য।
{{ primary_category.name }}