চুল ঝড়ে পড়ছে ? বাড়িতেই বানিয়ে নিন শ্যাম্পু

বাড়িতে শ্যাম্পু তৈরির মূল উপাদান আমলা, রিঠা, শিকাকাই, মেথি। এই চার উপাদানেই চুল হবে আরও ঘন এবং মজবুত।

একটা বাটিতে ১০০ গ্রাম শিকাকাই, ১০০ গ্রাম আমলা, ১০০ গ্রাম রিঠা এবং ৩ চামচ মেথি মেশাতে হবে।

এরপর ওই মিশ্রণ একটা পাত্রে ঢেলে হালকা আঁচে কিছুক্ষণ নাড়তে হবে। তাতে জল দিয়ে ফোটাতে হবে।

ফোটানোর পর ওই মিশ্রণ ভাল করে ঠান্ডা করে নিতে হবে। তা থেকে বীজ বার করে সব একসঙ্গে দিতে হবে মিক্সিতে।

এরপর ওই মিশ্রণ ছেঁকে নিয়ে রেখে দিতে হবে পাত্রতে। দেখতে হবে ওই পাত্রতে যেন হাওয়া না ঢোকে।

প্রতিদিন এই শ্যাম্পু ব্যবহারে চুলের গোড়া হবে শক্ত। স্নানের সময় হালকা হাতে স্ক্যাল্প ম্যাসাজ করতে হবে। তাতে দূর হবে খুসকিও।