চুলের বৃদ্ধির জন্য পেঁয়াজের রসের অত্যাধিক ব্যবহার, চরম ক্ষতি হতে পারে
নতুন চুল গজানোর জন্য পেঁয়াজের রস মাথায় ব্যবহার করবেন না।
নতুন চুল গজানোর জন্য পেঁয়াজের রস মাথায় ব্যবহার করবেন না।
পেঁয়াজের রসে অক্সালিক অ্যাসিড থাকে তাই অল্প লাগালে কিছু চুল গজাতে পারে। কিন্তু, বেশি লাগালে স্থায়ীভাবে চুল গজানো বন্ধ হয়ে যেতে যাবে।
নতুন চুল গজানোর জন্য পেঁয়াজের রস মাথায় ব্যবহার করবেন না। কারণ তাতে চুল তো ভালো হবেই না এমনকী চুল ওঠাও বন্ধ না হবে। উল্টে বিপরীত ফল হতে পারে।
পেঁয়াজের রসে তীব্র গন্ধ থাকে। ভালো করে চুল ধোয়ার পরেও অনেক সময় সেই গন্ধ চুলে লেগে থাকে। ফলে লোক সমাজে অস্বস্তিতে পড়তে পারেন।
যদি আপনার চুল শুকনো বা ড্রাই হয় তাহলে পেঁয়াজের রস চুলে দিলে তা শুকিয়ে সমস্যা তৈরি করতে পারে। বারবার এই ধরনের চুলে পেঁয়াজের রস ব্যবহার করলে সমস্যা বাড়ে।
যাদের ত্বক সংবেদনশীল তারা পেঁয়াজের রস লাগালে চুলকানি হওয়ার পাশাপাশি অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে। মাথায় জ্বালা করে।
{{ primary_category.name }}